বাংলা হান্ট ডেস্ক: শীতকাল না বর্ষাকাল তা বোঝার উপায় নেই। বেশ কিছুদিন থেকেই মুখ ভার আকাশের। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে। তবে আজ শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাসে (Alipore Weather Office) বলা হয়েছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে, যা কি না স্বাভাবিক। তিলোত্তমার সর্বনিম্ন তারমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকবে।
হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বেশি থাকার কারণে উধাও হবে শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তিন দিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৬ তারিখ ফের দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি নামবে। ফের বৃষ্টিতে ভিজবে রাজ্য। হাল্কা থেকে মাঝারি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।

আরও পড়ুন: ‘মেটানো হবে বাংলার বকেয়া…’, কবে? শাহি বৈঠকের পরই জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি বোস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আজ দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি সমতলের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা সেরম নেই। আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা।





Made in India