বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। আর এই আবহেই তৃণমূল কর্মীকে (TMC Worker) কুপিয়ে খুনের অভিযোগ। মৃত তৃণমূল কর্মীর নাম শহিদুল শেখ (36)। ভোটের মুখে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) থানাপাড়া থানার মুক্তারপুর এলাকার। সূত্রের খবর গতকাল রাতে বাড়ি অদূরে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এক বছর আগে এলাকারই কিছু কংগ্রেস কর্মীর সঙ্গে বিবাদে জড়ায় শহিদুল শেখ। এরপর ঘটনার কথা জানিয়ে থানাপাড়া থানায় ওই কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শহিদুল। সেই সময় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটকও করেছিল পুলিশ। অভিযোগের তির উঠেছে সেই সময় কংগ্রেস আশ্রিত ‘দুষ্কৃতী’দের বিরুদ্ধেই।
পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়িতেই ছিলেন শহিদুল। তবে হঠাৎ বেশ কয়েকজন এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই বাড়িতে খবর দেন তারা। পরিবারের দাবি, শহিদুলের সারা শরীরে ক্ষত ছিল। তড়িঘড়ি বাড়ির লোক তাঁকে হাসপাতালে নিয়েও শেষরক্ষা হয়নি। সাইদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ‘এর থেকে তো…’, বিয়েতে মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার নিয়ে এবার মুখ খুললেন কাঞ্চন-শ্রীময়ী
ওদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে থানাপাড়া থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত, সাইদুল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, পুরোনো শত্রুতার জেরে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। ওদিকে খুনের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।এখনও পর্যন্ত এই ঘটনায় তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।





Made in India