বাংলা hunt ডেস্ক : রুপান্তরকামীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।ইতিমধ্যে এসেছিলো প্রকাশ্যে এই খবর যে সাউথের বিখ্যাত ভৈতিক ছবি ” কান্চনা ” এর রিমেক তৈরী হতে চলেছে।এবং সেই রিমেকে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং তার বিপরীতে কায়রা আদবানি।ইতিমধ্যে সেই ছবির শুটিংয়ের কাজ শুরু হয়েছে।
আর সেই ছবিতেই রুপান্তরকামী অতৃপ্ত আত্মার চরিত্রে অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন, এমনটাই শোনা যাচ্ছে।যদিও এখনও এবিষয়ে কোনও কিছু বলতে শোনা যায়নি ” বিগ বি ” কে।প্রসঙ্গত, গত ৮ ই মার্চ, ২০১৯ মুক্তি পেয়েছিলো ” কাহানী ” খ্যাত পরিচালক সুজয় ঘোষের ছবি ” বাদলা ” ।
বিখ্যাত স্প্যানিশ থ্রিলার ” কন্ট্রাটিয়েম্পো ” এর অনুকরণে তৈরী এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু।থ্রিলার ধর্মীয় এই ছবিটি পরবর্তী সময়ে বক্স অফিসে দারুন সাফলতা লাভ করে।





Made in India