বাংলা হান্ট ডেস্ক : গোটা দেশ এখন IPL জ্বরে কাবু। প্রতিটি ম্যাচ যেন কোনও যুদ্ধক্ষেত্র। জাতীয় দলের রথী মহারথীরা যেভাবে একে অপরকে আক্রমণ করছে তাতে বেশ মজা পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি BCCI ও এবারের আইপিএল নিয়ে বিশেষ আগ্রহী। কারণ এই আইপিএল থেকেই বেছে নেওয়া হবে আসন্ন বিশ্বকাপের স্কোয়াড।
যে কারণে দর্শকরা যতটা না খুঁটিয়ে আইপিএল দেখছে তার চেয়েও বহুগুণ বেশি খুঁটিয়ে দেখছে BCCI। কারণ আইপিএল শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। IPL-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে অন্যদিকে বিশ্বকাপ শুরু হবে ১ জুন থেকে। তাই আলাদা করে আর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন না প্লেয়াররা।
এহেন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ভারতীয় দলের (India National Cricket Team) থেকে ৬ জন তারকা মাঝপথেই আইপিএল ছাড়তে পারেন। এই ৬ জন তারকা প্লেয়ার এমন ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত, যাদের প্লে অফ খেলতে অসুবিধা হচ্ছে। যে কারণে তারা সোজা আইপিএল থেকে নাম তুলে নিয়ে ICC T20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে পারেন।
আরও পড়ুন : CSK-র সাথে হারের পরই শক্তি বাড়ল নাইটের, গম্ভীর ব্রিগেডে এল তারকা স্পিনার
কারণ গত বছর ওডিআই বিশ্বকাপে লজ্জাজনক হারের পর ভারত কোনোদিনই চাইবেনা যে ICC T20 ও হাতছাড়া হোক। যে ভুলের কারণে ঘরের মাঠ থেকে অজিরা কাপ ছিনিয়ে নিয়ে গেছে ফের সেই ধরণের পুনরাবৃত্তি যাতে না হয় তার দিকে পূর্ণ নজর রয়েছে BCCI এর। এই কারণেই ৬ জন তারকা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য আইপিএল ছাড়তে পারেন।
আরও পড়ুন : অবিচারের শিকার টিম ইন্ডিয়ার এই তারকা! KKR-র প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড়

কোন কোন তারকা IPL ছাড়তে পারেন?
তালিকায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নাম। এছাড়াও হার্দিক পান্ডিয়াও দল ছাড়তে পারে বলে গুঞ্জন। শোনা যাচ্ছে, প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ হলে আইপিএল ছাড়তে পারেন কিং কোহলি বিরাটও। ভারতীয় পেস অ্যাটাকের স্তম্ভ জসপ্রীত বুমরাহ-ও দল ছাড়তে পারেন বলে গুঞ্জন। এরপরেই নাম রয়েছে সূর্য কুমার যাদব এবং ঋষভ পন্থের। মূলত বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্যই দল ছাড়তে পারেন এই তারকারা।





Made in India