বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্ব জুড়ে অ্যাপেল ফোনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। ভারতেও অ্যাপেলের আইফোন খুবই জনপ্রিয়। তরুণ প্রজন্মের অনেকের কাছেই অ্যাপেলের আইফোন স্বপ্ন। ইতিমধ্যেই ভারতের মাটিতে ‘মেক ইন ইন্ডিয়া’ আইফোন তৈরি করছে অ্যাপেল। তবে এবার জানা যাচ্ছে ভারতে বাড়ি তৈরি করতে চলেছে মার্কিন এই টেকনোলজি সংস্থা।
সংস্থার পরিকল্পনা রয়েছে গোটা ভারতে ৭৮ হাজার বাড়ি তৈরি করার। অ্যাপেলের পক্ষ থেকে চীন ও ভিয়েতনামের আদলে ভারতে বাড়ি তৈরি করা হবে। এই সংস্থা এখনো পর্যন্ত দেড় লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে তাদের উৎপাদন ইউনিটের মাধ্যমে। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, কর্মীদের আবাসনের সুবিধা দেওয়ার জন্য এই সংস্থা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে।
আরোও পড়ুন : ঐতিহাসিক সিদ্ধান্ত! এবার বাঁচবে আরোও সময়, গোটা দেশজুড়ে বড়সড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল
এই বাড়িগুলি তৈরি হবে PPP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। অ্যাপেল জানাচ্ছে প্রায় ৭৮ হাজার বাড়ি নির্মাণ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, তামিলনাড়ুতে সবথেকে বেশি বাড়ি নির্মাণ করা হবে। দক্ষিণের এই রাজ্যে তৈরি করা হবে প্রায় ৫৮ হাজার বাড়ি। তামিলনাড়ুর স্টেট ইন্ডাস্ট্রিজ প্রমোশন কর্পোরেশন অধিকাংশ বাড়ি নির্মাণ করছে।

এছাড়াও বাড়ি নির্মাণের দায়িত্বে রয়েছে টাটা গ্রুপ এবং এসপিআর ইন্ডিয়াও। PPP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় নির্মিত এই বাড়ি তৈরির খরচ কিছুটা সরকারও দেবে। কেন্দ্রীয় সরকার ১০ থেকে ১৫ শতাংশ খরচ বহন করবে। বাকি খরচ বহন করবে রাজ্য সরকার ও কোম্পানি। অ্যাপেল এর আগেও এই ধরনের আবাসন প্রকল্প করেছে চীন ও ভিয়েতনামে। এবার এই ধরনের বাড়ি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে ভারতেও।





Made in India