বাংলা হান্ট ডেস্ক : এবার মেট্রোতেও দেখা যাবে কার্টুন (Cartoon)। নিজের মোবাইল বা ল্যাপটপ নয়, খোদ মেট্রো কর্তৃপক্ষই এই ব্যবস্থা করবে। মূলত যাত্রীদের বোরডম কমাতেই এই রাস্তা খুঁজে বের করেছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। তাও আবার দিল্লি বা কানপুরের মেট্রো লাইনে নয়, এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। কোথায় মিলবে এই পরিষেবা?
যত দিন যাচ্ছে ততই নয়া নয়া পরিষেবা যোগ হচ্ছে মেট্রোতে। একটার পর একটা নয়া পালক জুড়েছে কলকাতা মেট্রোর মুকুটে। আর এবার নয়া সংযোজন, কার্টুন। এবার থেকে মেট্রোতে চড়লেই আপনাদের মনোরঞ্জনের জন্য হাজির থাকবে ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন। আর এর নেপথ্যে কলকাতার আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা।
তবে এখানে বলে রাখা ভালো যে, সমস্ত মেট্রো রুটে এইসব মেট্রো পরিষেবা মিলবেনা। সূত্রের খবর, আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত নর্থ-সাউথ রুটের মেট্রোতেই এই বিশেষ সুবিধা পেতে পারবেন আম জনতা। মেট্রোর ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হবে ছোটবেলার অন্যতম জনপ্রিয় শো ‘টম অ্যান্ড জেরি’।
আরও পড়ুন : তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি! ইজরায়েলের উপর মিসাইল হামলা ইরানের, তৈরি আমেরিকা-ব্রিটেনও? মুখ খুলল ভারত

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে কলকাতা মেট্রোর এই নয়া পরিষেবার ভিডিও। যেখানে একটি ভিডিও-র ক্যাপশনে এক যাত্রী লিখেছেন, ‘ভ্রমণকারী সব বয়সের যাত্রীদের মনোরঞ্জনের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ একজন নেটিজেন আবার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি তো কার্টুন দেখতে দেখতে নিজের গন্তব্য স্টেশনে নামতেই ভুলে যাব।’





Made in India