বাংলা hunt ডেস্ক : সমাজে কোনও অংশে পিছিয়ে নেই মহিলা, ফের তা প্রমাণিত হলো।সম্প্রতি গুজরাটের কুখ্যাত ” ডন ” এসেছে পুলিশের হাতে।দীর্ঘদিন ধরে তার তল্লাশি চালাচ্ছিলো ” গুজরাট পুলিশ “, খুন, রাহাজানির মতো একাধিক অসামাজিক মামলা রজু ছিলো তার নামে।জুনাগঢ়ে একডাকে মানুষে চেনে “গ্যাংস্টার” জুসানয় আল্লারাখা কে।
এইবার অবশেষে তাকে ধরলো পুলিশের অন্যায় দমন শাখা।পুলিশের তরফে জানানো আছে সরকারি আধিকারিকদের গায়ে হাত তোলার মতো অপরাধের কেস রজু আছে তার নামে।

প্রসঙ্গত, তাকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুর্নীতি দমন শাখার চার মহিলা অফিসার, এমনকি গুজরাট পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি ছবি।যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।গোটা ভারত এখন সেই চার অফিসার কে কুর্নিশ জানাচ্ছেন এমন দুঃসাহসিক কাজ কে পরিনতি দেওয়ার জন্য।





Made in India