বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক (Tamluk) কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। তৃণমূলের তরফ থেকে এই আসনে টিকিট দেওয়া হয়েছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya TMC)। অন্যদিকে বিজেপি দাঁড় করিয়েছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly BJP)। ভোট ময়দানে একাধিকবার একে অপরকে নিশানা করেছেন তাঁরা। এবার যেমন দেবাংশুকে ‘চ্যাংড়া ছোঁড়া’ বলে আক্রমণ শানালেন পদ্ম প্রার্থী।
এদিন নাম না করেই তৃণমূলের (TMC) যুব নেতাকে কটাক্ষ করেন অভিজিৎ। বিজেপি (BJP) প্রার্থী বলেন, ‘এখানে ওঁদের এক চ্যাংড়া ছোঁড়াকে প্রার্থী করেছে। গালাগালি ছাড়া সে কিছুই পারে না। সেটাই করে’। ভোটের মুখে অভিজিতের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
যদিও এই প্রথম নয়, অতীতেও দেবাংশুকে একাধিকবার আক্রমণ করেছেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। তৃণমূল প্রার্থীর ‘খেলা হবে’ স্লোগানের পাল্টাও দিয়েছিলেন তিনি। যদিও এদিন অভিজিতের মন্তব্যের পর এখনও অবধি দেবাংশুর তরফ থেকে কোন পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ৩ নম্বর বিয়ে করেই বিপদ? ‘মহিলারা রিঅ্যাক্ট করছে’, বলে MLA কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ
তবে কয়েকদিন আগে অভিজিতের ‘বাচ্চা ছেলে’ কটাক্ষের পাল্টা দিতে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থীকে। দেবাংশু বলেছিলেন, ‘হ্যাঁ, আমি তো বাচ্চা ছেলেই। আর উনি হলেন আমার দাদু। এবার দাদু নাতির লড়াই হবে’।
ভোটের ‘বাজারে’ তমলুকে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা অব্যাহত। কখনও দেবাংশু সুর চড়ালে পাল্টা দিচ্ছেন অভিজিৎ, কখনও আবার অভিজিতের মন্তব্যের সপাট জবাব দিচ্ছেন তৃণমূল নেতা। এই তালিকায় নতুন সংযোজন করলেন প্রাক্তন বিচারপতি। নির্বাচনী প্রচারের সভা থেকে তৃণমূল প্রার্থীকে ‘চ্যাংড়া ছোঁড়া’ বলে আক্রমণ করলেন তিনি। এবার দেবাংশু এর পাল্টা দেন কিনা সেটাই দেখার।

উল্লেখ্য, তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল-বিজেপির মতো সিপিএমও হেভিওয়েট প্রার্থী দিয়েছে। তরুণ নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে বামেরা। তিন হেভিওয়েট প্রার্থীর এই ত্রিমুখী লড়াইয়ে বিজয়ের হাসি কার মুখে ফোটে সেটাই এবার দেখার।





Made in India