বাংলা hunt ডেস্ক : জেনে ফেলেছিলো কাকিমার অবৈধ সম্পর্কের কথা ।এইবার তার জেরে প্রান যেতে বসেছিলো যুবকের।সম্প্রতি এমনটাই ঘটেছে মুম্বাইয়ে।বছর ২২ এর যুবক শিব ফুলারি ,তার কাকীমার পরকীয়ার কথা জেনে ফেলে, এমনকি তার ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরা বন্দী করেছিলেন তিনি।
এরপর তার জীবনে ঘনিয়ে আসে বিপর্যয়।যুবককে অপহরণ করে বেশ কিছু মানুষ।ঘটনাটি ঘটেছে পুনেতে।পেশায় গ্যারেজ কর্মী সেই যুবককে গত বুধবার পথ আটকায় বেশ কিছু মানুষ।তার পর তাকে জোর করে তোলা হয় ওমনি ভ্যানে।

এরপর শুরু হয় মারধর।এরই মাঝে তার মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হয়।এরপর স্থানীয় খড়কি রোডে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুস্কৃতিরা।এরপর তিন জনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করেন যুবক।ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
 
			 





 Made in India
 Made in India