বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বিতর্কের সম্মুখীন হল IPL (Indian Premier League)। সম্প্রতি, ক্রিকেটের এই জনপ্রিয় টুর্নামেন্টটি টস ফিক্সিং সংক্রান্ত বিতর্কের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের তৈরি হল নতুন বিতর্ক। যেখানে টসের সময়ে কয়েনের “হেড” এবং “টেল” ঘিরে প্রশ্নের উদ্রেক ঘটেছে।
সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, ওই ভিডিওতে দাবি করা হয়েছে যে, IPL এভাবেই সবাইকে বোকা বানাচ্ছে। কারণ, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে কয়েনটিতে টস করা হচ্ছে তার দুই পাশেই “হেড” চিহ্ন রয়েছে। যদিও কিছু জন মনে করছেন যে, ওই ভিডিওটি এডিট করা হয়েছে। তবে, কিছুজন আবার জিও সিনেমায় আসল ভিডিওতে ওই কয়েনটিতে “হেড” রয়েছে বলে দাবি জানিয়েছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস ম্যাচে হওয়া টসটিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এদিকে, প্লে-অফের দৃষ্টিকোণ থেকে উভয় দলের জন্য ওই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ শুরুর আগে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ টস করেন এবং লখনউর অধিনায়ক কেএল রাহুল সেখানে হেডের দাবি করেন। এদিকে, যেহেতু ওই কয়েনের দুই পাশে “হেড” রয়েছে সেক্ষেত্রে সবাই দাবি করছে যে লখনউর পক্ষে যাতে টসটি যায় তাই আগে থেকেই বিষয়টি ঠিক করা ছিল।
আরও পড়ুন: ফের পড়বে পকেটে টান! দাম বাড়তে চলেছে Airtel-এর রিচার্জ প্ল্যানের, চিন্তায় ব্যবহারকারীরা
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জিও সিনেমায় সম্পূর্ণ ভিডিও দেখার পরেও কয়েনে “টেল” (T)-এর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এমতাবস্থায়, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটিতে পুরো বিষয়টি স্লো-মোশনে দেখানো হয়েছে।
আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে “এন্ট্রি” আদানির! শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় পিছিয়ে গেলেন আম্বানি
ম্যাচটি কারা জিতেছে: জানিয়ে রাখি যে, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে চলা ম্যাচে, প্রথমে ব্যাট করে ২০৮ রানের বিশাল স্কোর করেছিল দিল্লি। সেই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রান করতে পারে লখনউ। এদিকে, ওই দুই দলই এখনও প্লে অফের দৌড় থেকে বাদ যায়নি। তবে টপ-৪-এ উঠতে হলে দুই দলকেই নির্ভর করতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর।





Made in India