বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) নিয়ে একটি মন্তব্য করেছিলেন দলের যুব নেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)। জোড়াফুল শিবিরের এই নেতাকে রাম, মহাদেব, আল্লাহ, যীশুর অংশ বলেছিলেন তিনি। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। ওই ভিডিওটিও ব্যাপক ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে।
সেখানে দেখা গিয়েছিল, একটি সভামঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন রাজন্যা। সেখানেই দেবাংশুকে (Debangshu Bhattacharya) নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল (TMC) নেত্রী বলেন, ‘দেবাংশু, দেবের অংশ তিনি। সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, যীশুর অংশ তিনি’।
তৃণমূলের (Trinamool Congress) যুব নেত্রীর এই মন্তব্যে ব্যাপক শোরগোল হয়। কমেন্ট বক্সে নানান ধরণের কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। রাজন্যার মন্তব্যে অখুশিও হয়েছিলেন অনেকে। তাই এবার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন তিনি। শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করে ক্ষমা চেয়ে নেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুনঃ ‘কয়েকদিন অপেক্ষা করুন, আকাশ ভেঙে পড়বে না’, ক্ষুব্ধ বিচারপতি সিনহা, এল বিরাট নির্দেশ
গতকাল রাজন্যা লেখেন, ‘আমার একটি বক্তব্যে কিছু মানুষ আঘাত পেয়েছেন। আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। আমি উক্ত ভিডিও ডিলিট করলাম এবং আবারও সকলের কাছে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইলাম’। রাজন্যার এই পোস্টের নীচে একাধিক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ লিখেছে, ‘যাক শুভ বুদ্ধির উদয় হয়েছে!’ কারোর আবার বার্তা, ‘এগিয়ে চলো পাশে আছি… জয় বাংলা’।
এদিকে দেবাংশুর কথা বলা হলে, মাত্র ২৮ বছর বয়সেই লোকসভার টিকিট পেয়েছেন তিনি। তমলুকের মতো হাইভোল্টেজ কেন্দ্রে ঘাসফুল ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ হিসেবে রয়েছে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।

তমলুকে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। দেবাংশু, অভিজিৎ এবং সায়নের মধ্যে জোর টক্কর হবে বলে আশা করছেন অনেকে। শনিবার তমলুকে ভোটগ্রহণ চলছে। কোন দল বাজিমাত করল তা জানা যাবে আগামী ৪ জুন।





Made in India