বাংলা হান্ট ডেস্ক: টলিউড হোক কিংবা বলিউড এখনকার দিনে অধিকাংশ তারকাদের জীবনেই বিতর্ক (Controvercy) একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই তারকাদের নিয়ে চোখে পড়ে নানান ধরনের মন্তব্য। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীরা যেহেতু পাবলিক ফিগার তাই তাদের নিয়ে প্রকাশ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের আলপটকা মন্তব্য করে বসেন।
এই কিছুদিন আগেই শিরোনামে জায়গা করে নিয়েছিল টলিউড অভিনেত্রী (Tollywood Actress) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) কে নিয়ে করা নোংরা ট্রোলিং (Trolling)। এমনিতে শ্রীলেখা বরাবরই টলিউডের আর পাঁচজন অভিনেত্রীদের থেকে একেবারে আলাদা তাই কারও কাছে স্পষ্টবাদী তো কারও কাছে তিনি ঠোঁট কাটা নামেই পরিচিত।
অপমানের জবাব কিভাবে দিতে হয় তা ভালোই জানেন অভিনেত্রী। তাই প্রয়োজনে নিন্দুকদের মুখে জামা ঘষতেও দুবার ভাবেন না শ্রীলেখা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁরই করা একটি মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। সেখানে বলা হয় শ্রীলেখা নাকি বলেছিলেন ‘একসঙ্গে তার পাঁচ জন দরকার’।
অভিনেত্রীর মুখে এই কথা বসিয়ে ইতিমধ্যেই অনেকে অনেক ভাবে প্রচার করেছেন। তাই সহ্যের বাঁধ ভাঙতেই এবার এই নোংরা ট্রোলিং-র জবাবে মুখ খুললেন খোদ অভিনেত্রী। তাই এদিন তিনি নিজেই বিকৃত মানসিকতার অধিকারী ওই সমস্ত নিন্দুকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও।
আরও পড়ুন: সৃষ্টি হল ইতিহাস! প্রথম নাইট ক্লাব পেল সৌদি আরব! সেখানে মদ খাওয়ার নিয়ম কী জানেন?
সেই ভিডিওটিতে অভিনেত্রী জানিয়েছেন,’শ্রীলেখার একসঙ্গে পাঁচজন লাগে। এটা প্রচার করে ব্যবসা করে তো অনেকেই। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন আমার বিগেল। সে একটু আলাদা শুয়েছে। কী বুঝছ’। আসলে অভিনেত্রীর পরশুপ্রেমের কথা অজানা নয় কারও কাছেই।
তাই মেয়ের মা হওয়ার পাশাপাশি শ্রীলেখা তাঁর বাড়ির একঝাঁক চারপেয়েদেরও মা। অভিনেত্রীর বাড়িতেই রয়েছে বিড়াল কুকুরের সমাহার। নয় নয় করে অভিনেত্রীর কাছে রয়েছে তাঁর পাঁচ প্রিয় পোষ্য। তাই তাদের দেখিয়েই এদিন অভিনেত্রীর যুক্তি, তিনি তো সত্যিই পাঁচজনের সঙ্গে থাকেন, এই তথ্য ভুল কোথায়?





Made in India