বাংলা হান্ট ডেস্কঃ ষষ্ঠ দফায় ভোটে দিনভর উত্তপ্ত ছিল তমলুক। খেলা যেন হচ্ছিল বিজেপি (BJP) বনাম তৃণমূল (Trinamool Congress)। একদিকে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওদিকে ছাপ্পা ভোটের ভিডিও নিয়ে হাজির তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন দেবাংশু। বুথের ভিতরের সেই ভিডিও শেয়ার করে দেবাংশুর অভিযোগ ছিল, দেদার ছাপ্পা হচ্ছে।
ভোট শুরুর দিক থেকেই তমলুকে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হন দেবাংশু। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, কোনও ছাপ্পা হয়নি। যেই ভিডিও দেখা যাচ্ছে সেখানে ভিভিপ্যাট বদল করা হয়েছিল।
পাল্টা নির্বাচন কমিশনের প্রশ্ন তৃণমূল প্রার্থী দেবাংশুর কাছে সেই ভিডিয়ো গেল কীভাবে? জানা যাচ্ছে, এই নিয়ে পদক্ষেপ করতে চলেছে কমিশন। কারণ সেই ভিডিয়ো কমিশন কাউকে দেয়নি। তাহলে কীভাবে ভিডিয়ো লিক হল, কে তা ছড়িয়ে দিল, সমস্ত খতিয়ে দেখতে চাইছে কমিশন। ভিডিয়ো লিক করার পেছনে যার হাত রয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপের ভাবনাও রয়েছে কমিশনের।

আরও পড়ুন: ভাইপোর থেকে টাকা নেন, ওনার ‘পেইড স্টাফ’! সাংবাদিককে তুমুল আক্রমণ BJP-র অভিজিতের
নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ওয়েব কাস্টিংয়ের ভিডিয়ো প্রকাশ্য আনা কমিশনের গাইডলাইনে নেই। তার পরও এই ঘটনা কীভবে ঘটল, এবার সেই রহস্য ভেদ করতে চাইছে কমিশন। ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিক ও সেক্টর অফিসারের থেকে এই সংক্রান্ত বিষয়ে তথ্যও তলব করা হয়েছে বলে জানা গিয়েছে





Made in India