বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ময়দানে চর্চিত নাম দেব (Dev)। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী তিনি। লোকসভা ভোটে তৃণমূলের (Trinamool Congress) টিকিটে লড়াইতে নেমে পর পর দু’বার সাংসদ হয়েছেন দেব। বঙ্গ রাজনীতিতে শাসকদলের এই তারকা প্রতিনিধির ব্যাপক জনপ্রিয়তা। তবে নেতা হওয়ার আগে তিনি অভিনেতা। দেবের আসল পরিচয় অভিনেতা হিসেবেই। সবে কদিন হল দেবের কেন্দ্রের ভোট মিটেছে। আর এরই মধ্যে নায়ককে নিয়ে এবার হইচই ফেলা খবর।
বহু বছর ধরে অভিনেত্রী রুক্মিণীর সাথে সম্পর্ক রয়েছেন দেব। সবসময় তাদের একসাথে দেখা যায়। তবে এখনও কেন দুজনে বিয়ের পিঁড়িতে বসছেন না তারা এই নিয়ে আলোচনার শেষ নেই। দেবের অনুগামীদের মধ্যেই এই নিয়ে জল্পনা বিস্তর। আবার টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় দুজনার নাকি আইনি বিয়ে হয়ে গিয়েছে। এদিকে ব্যক্তিগত হলফনামায় দেব আজও অবিবাহিত। তবে এখানেই শেষ নয়।
যে কোনও সার্চ ইঞ্জিনে ‘দেবের স্ত্রী কে’ সার্চ করলেই দেখা যাচ্ছে, ‘দেব বিবাহিত। তার স্ত্রী রুক্মিণী মৈত্র। ২০২১ সালে ওরা বিয়ে করেন।” তারকা জুটির নাকি এক সন্তানও রয়েছে। এ নিয়েই এখন তুঙ্গে তরজা। দেবের এক ফ্যানক্লাবের তরফে সার্চ ইঞ্জিনে দেওয়া দেব সম্পর্ক এই অজানা খবর শেয়ার করে লেখা হয়েছে,”গুগ্ল না থাকলে জানতেই পারতাম না!” আবার সেই পোস্টে কমেন্ট করেছেন স্বয়ং দেবও। তিনি লিখেছেন, “আমিও”।

আরও পড়ুন: DA বৃদ্ধির পর এবার ইনক্রিমেন্ট, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, চেক করে নিন
দেবের বিয়ের খবর নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তবে দেব এখন ভোট আর নিজের নতুন কাজ নিয়েই ব্যস্ত। এদিন নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর নিজের ইন্সটাতে একটি পোস্ট করে রাজনীতিক লিখেছেন, “প্রতিটি দল ও তার কর্মীদের অনেক শুভেচ্ছা। গত ৩ মাস ধরে যেভাবে প্রত্যেকটা দলের কর্মীরা চেষ্টা করেছে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য। সবার পরিশ্রমকে সাধুবাদ জানাই। যেই জিতুক আশা করব আমাদের দেশ যেন এগিয়ে যায়। জয় হিন্দ।”





Made in India