বাংলা হান্ট ডেস্ক: বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা কমার কোনো নামই নেই। সকাল হতেই ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিনের বেলায় বাইরে টিকে থাকাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ওদিকে উত্তরে (North Bengal) একেবারেই বিপরীত চিত্র। প্রবল বৃষ্টিতে উত্তরের একাধিক অংশে বিপর্যস্ত জনজীবন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়। আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টিপাত। পাশাপাশি ৩০-৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতায়।
শনিবার থেকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। ১৫, ১৬, ১৭, ১৮ জুন দক্ষিণের সব জেলায় জারি থাকবে ঝড়-বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে।
তবে আজও পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে আগামীকাল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। গত মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে এখনও সেখানেই থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিক থাকলে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা।

আরও পড়ুন: আজকের রাশিফল ১৫ জুন, লটারিতে মালামাল হবে এই চার রাশি
উত্তরবঙ্গে আপাতত আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। আজ শনিবার আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে লাল সতর্কতা। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে কমলা সতর্কতা। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার দাপট থাকবে। বাকি জেলা গুলিতেও বৃষ্টি হতে পারে।





Made in India