বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি শ্রীলঙ্কা (Sri Lanka) এমন একটি বিবৃতি দিয়েছে, যা চিনকে (China) গভীর ধাক্কা দিতে পারে। মূলত, গত কয়েক বছরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাওয়া এই দেশটিকে ভারত (India) যে সাহায্য করেছে তার জন্য শ্রীলঙ্কা ধন্যবাদ জানিয়েছে এবং এটাও বলেছে যে প্রতিবেশী দেশ থেকে পাওয়া কয়েক বিলিয়ন ডলারের কারণেই ওই দেশের অর্থনীতি এখন ট্র্যাকে ফিরে এসেছে।
শনিবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন যে, শ্রীলঙ্কা অর্থনৈতিক সঙ্কটের দু’টি কঠিন বছর থেকে নিজেকে পুনরুদ্ধার করেছে। এটি ভারতের কাছ থেকে প্রাপ্ত ৩.৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার কারণে সম্ভব হয়েছে। বিক্রমাসিংহে ভারতের সাথে একটি শক্তিশালী অংশীদারিত্ব বজায় রাখার জন্য তাঁর প্রতিশ্রুতির ওপরেও জোর দিয়েছেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০ থেকে ২২ জুন কলম্বোতে অনুষ্ঠিত ৩১ তম সর্বভারতীয় অংশীদারিত্বের সভায় ভাষণ দেওয়ার সময়ে, বিক্রমাসিংহে জানিয়েছেন যে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁর পূর্ববর্তী ভারত সফরের সময়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলি তুলে ধরেছিলেন।

বিক্রমাসিংহে বলেন, “দু’টি কঠিন বছর পার হওয়ার পর, আমাকে স্বীকার করতেই হবে যে এটা সম্ভব হয়েছে কারণ ভারত আমাদের ৩.৫ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। এগুলি সব শোধ করা হবে।” বিক্রমাসিংহে জানিয়েছেন যে, পরিবেশ-বান্ধব শক্তি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যার ওপর দুই দেশ যৌথভাবে কাজ করবে।
আরও পড়ুন: GST পরিষদের বৈঠকে এবার একগুচ্ছ প্রস্তাব! কমবে হস্টেলের খরচ, মিলবে ট্রেন যাত্রীদের সুবিধা
তিনি বলেন, “গত সপ্তাহে যখন আমি দিল্লিতে ছিলাম, সেই সময়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যৌথ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। যার ওপর আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সম্মত হয়েছি। তাই প্রধান কর্মসূচিগুলি চিহ্নিত করা হয়েছে।” তিনি বলেন, শ্রীলঙ্কা একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করেছে।
আরও পড়ুন: আর নয় অপেক্ষা! জুনের বেতনেই মিলবে বড় চমক, রাজ্য সরকারি কর্মচারীদের মুখে এবার চওড়া হাসি
পাশাপাশি, বিক্রমাসিংহে আরও বলেছেন যে, “প্রথমটি হল শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে গ্রিড ইন্টারকানেকশন, যাতে পরিবেশ-বান্ধব শক্তি ভারতে পাঠানো যেতে পারে। যেখানে এটা সকলের খুব প্রয়োজন। আমাদের কাছে সামপুর সৌরবিদ্যুৎ প্রকল্প রয়েছে। যা একটি আন্তঃসরকারি এবং তিন দ্বীপ প্রকল্প। যেখানে আমরা জুলাই মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন করার আশা করছি।” এদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এই বক্তব্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অসন্তুষ্ট করতে পারে। কারণ তিনি ওই দেশেও ভারতের বিরুদ্ধে নিজের অবস্থান শক্তিশালী করার ক্রমশ চেষ্টা করে চলেছেন।





Made in India