বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আজই ঘোষণা করা হলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2025) দিনক্ষণ। শুক্রবার বিকেলেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে চলতি বছরের মাধ্যমিকের স্কুটিনি এবং রিভিউ-র ফল ঘোষণার পরেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি জানিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguly)।
জানা যাচ্ছে, আগামী বছরেও ফেব্রুয়ারি মাসেই শুরু হবে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। এদিনের বৈঠকে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আসুন দেখে নেওয়া যাক আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচী।
১০ ফেব্রুয়ারি— প্রথম ভাষা।
১১ ফেব্রুয়ারি— দ্বিতীয় ভাষা।
১৫ ফেব্রুয়ারি— অঙ্ক।
১৭ ফেব্রুয়ারি— ইতিহাস।
১৮ ফেব্রুয়ারি— ভূগোল।
১৯ ফেব্রুয়ারি— জীবনবিজ্ঞান।
২০ ফেব্রুয়ারি— ভৌতবিজ্ঞান।
২২ ফেব্রুয়ারি— ঐচ্ছিক বিষয়।
আরও পড়ুন: বিশ্বের ১৯ তম ধনী গৌতম আদানি! কত বেতন পান? আম্বানীর থেকে বেশি নাকি কম?
নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই পরের বছরের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়ে থাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবছর আর এই নিয়ম খাটনি। বিশেষ কারণে এক মাসের বেশি দেরি করে পরীক্ষার সময়সূচি ঘোষণা করল পর্ষদ। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে পর্ষদের ওয়েবসাইটে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

তবে জানা যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই পর্ষদের ওয়েবসাইটেও আনুষ্ঠানিকভাবে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রসঙ্গত চলতি বছরে মাধ্যমিক শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। যা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি।
সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই বছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৮,৭৬,৬৭৮ জন। তাদের মধ্যে রেজিস্ট্রেশন করেছেন মোট ৩,৯৬,৪৭৬ ছাত্রছাত্রী। আর পরীক্ষায় বসেছিলেন ৩,৯৪,৭০৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩,৫২,১৩৯ জন। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.২১ শতাংশ।





Made in India