বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা নির্বাচনে রেকর্ড ব্রেকিং ব্যবধানে জয়ী হয়েছেন। যদিও তারপর থেকে সেভাবে রাজনীতির আঙিনায় দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সমাজমাধ্যমের দ্বারা নিজেই জানিয়েছেন, চিকিৎসার কারণে সাংগঠনিক কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, এই মুহূর্তে দেশে নেই তৃণমূল (Trinamool Congress) সেনাপতি। এদিকে এগিয়ে আসছে একুশে জুলাই। সেদিন কি দেখা যাবে তাঁকে?
একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক (Abhishek Banerjee)?
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee)। গত কয়েক বছরে রাজ্য তো বটেই, জাতীয় রাজনীতিতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। বিগত কয়েক বছরে একুশে জুলাইয়ের প্রস্তুতিপর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত অভিষেককে।
জেলায় জেলায় ঘুরে সভা করা থেকে শুরু করে ব্লক ব্লকে কর্মী, সমর্থক, বাস, ট্রেন, টেম্পোর হিসেব চাইতে দেখা যেত TMC সেনাপতিকে। এমনকি একুশের (21st July) সমাবেশের আগে যে শিবিরগুলো হতো সেগুলিও দেখভাল করতে দেখা যেত অভিষেককে। বিশেষত গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তিনি নিজে গিয়ে দেখতেন। এবার TMC-র অন্দরে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে দেখা নেই, দলের ‘সেনাপতি’র!
আরও পড়ুনঃ বাকি কয়েকশো কোটি! এবার নিজের চালে নিজেই ‘ফাঁসলেন’ মমতা! তোলপাড় রাজ্য
বিগত তিন বছর ধরে TMC-র রাজ্য সংগঠন দেখভাল করেছেন মূলত অভিষেক। TMC-র অন্দরে এমন অনেকে আছেন যারা তাঁর আশ্রয়ে শুধু বড় হওয়া নয়, সমৃদ্ধও হয়েছে। মন্ত্রীসভা এবং সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এমতাবস্থায় খোদ অভিষেকই রাজনীতির ময়দান থেকে দূরে সরে থাকায় তাঁদের অনেকে চিন্তায় পড়েছেন বলে খবর। এদিকে আবার দলের সুপ্রিমো মমতাকেও প্রশাসন এবং সংগঠনের কাজে হাল ধরতে দেখা যাচ্ছে।
TMC সূত্রে জানা যাচ্ছে, একুশে জুলাইয়ের সমাবেশের আগে অভিষেক যে ফিরবেন এই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তাঁকে বোঝানোর চেষ্টা চলছে বলে খবর। অন্যদিকে জোড়াফুল শিবিরের কালীঘাট ঘনিষ্ঠ এক নেতা বলেন, এই বিষয়টিকে সাময়িক মতান্তর অথবা অনান্তর হিসেবে দেখা যেতে পারে। অভিষেকের বয়স বেশি নয়। রাজনীতিতে রোম্যান্টিকতা এবং জেদ দু’টোই রয়েছে।

TMC-র ওই নেতা বলেন, এটা ভুলে গেলে চলবে না অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাই জেদটাও উনি দিদির থেকে পেয়েছেন। তবে আশা করা হচ্ছে, শীঘ্রই এই বিষয়ের একটা মীমাংসা হবে ও একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে অভিষেককে। নাহলে ভীষণ ভুল একটা বার্তা যেতে পারে, বলেন তিনি।





Made in India