বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন তাঁদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার Axis Bank-এর তরফে বিপুল শূন্যপদে করা হচ্ছে নিয়োগ (Recruitment)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কোনওরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীরা পেতে পারেন এই চাকরি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রার্থীদের কি কি যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদন করতে হবে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
বিপুল পদে নিয়োগ (Recruitment) করছে Axis Bank:
কোন কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, Axis Bank-এর তরফে বর্তমানে যে যে পদগুলিতে নিয়োগ (Recruitment) করা হবে সেগুলি হল ডেটা এন্ট্রি অপারেটর, রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ ব্যাঙ্কিং এক্সিকিউটিভ, ব্যাঙ্কিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিসেস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ব্যাক অফিসার এক্সিকিউটিভ এবং কাস্টমার সার্ভিস অফিসার।

বয়স: Axis Bank-এর এই শূন্যপদগুলিতে (Recruitment) আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে, আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নিতে হবে প্রার্থীদের।
বেতনের পরিমাণ: যাঁদেরকে সংশ্লিষ্ট পদগুলিকে নিযুক্ত (Recruitment) করা হবে তাঁদের মাসিক বেতনের পরিমাণ হবে ১২,৫৫৬ টাকা থেকে শুরু করে ২০,৭৮৯ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: বৃষ্টির দিনে মনের আনন্দে চালিয়ে রাখছেন AC? হয়ে যান সতর্ক, নাহলেই পড়বেন চরম দুর্ভোগে
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: Axis Bank-এর সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা দিতে হবে সেগুলি হল:
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. এর পাশাপাশি প্রার্থী যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা।
আরও পড়ুন: কেসটা কি? ভারতের সাথে বিরোধিতা করা এই দেশ আমন্ত্রণ জানাল বিশ্ব চ্যাম্পিয়নদের, জানাল…..
নিয়োগ পদ্ধতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এক্ষেত্রে আবেদনকারীদের কোনওরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা মেইল বা মোবাইলের নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
সেক্ষেত্রে ইমেল আইডি হল: bankinghub.hr04@Gmail.com
ও মোবাইল নম্বরগুলি হল: 9748183347 এবং 9547944308





Made in India