বাংলা হান্ট ডেস্ক :- একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারের প্রতিনিয়ত সমস্যা হল ঘরের কর্তা সকালে উঠে পেপার পড়তে বসেন এবং ঘরের কত্রী ক্রমাগত রাগারাগি করতে থাকেন বাজার যাওয়া নিয়ে। ঠিক এরকমই একটি ঘটনার অবসান ঘটালো মালদহ জেলার বাসিন্দা প্রতিমা দেবী।
জানা গিয়েছে, বছর ৩৯ এর প্রতিমা দেবী তার স্বামী বিজন বাবু বাজারে না গিয়ে পেপারে পড়তে বসলে জলে কাগজ গুলে খাইয়ে দিলো তাকে। গতকাল সকালে রোজকারের মতই সরকারি চাকুরীজীবী বিজন বাবু সকালে উঠে পেপার নিয়ে বসেন। ক্রমাগত প্রতিমা দেবী রাগারাগি করায় তিনি কিছু উত্তর দেননা। তাই একপ্রকার রাগ বশতই একটি গ্লাসের জলে কাগজ গুলে খাইয়ে দেন তার স্বামীকে।
শ্বাস নালিতে কাগজ জড়িয়ে গেলে মহা ফাপড়ে পড়েন বিজন বাবু। কাছাকাছি একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তারপর সুস্থ হয়ে ওঠেন তিনি।





Made in India