বাংলা হান্ট ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, রাত পোহালেই ২১ জুলাই। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ওদিকে সেজেগুজে আসছে বৃষ্টিও। বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ। যার জেরে আগামী দু-তিন দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। কিছু কিছু এলাকায় তোলপাড় করবে ভারী বৃষ্টি।
২১ জুলাই দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ (Low Pressure) গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। ফলত সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে।
আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি মূলত হবে না। কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৬ জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ‘সংখ্যালঘু’ মন্তব্যের আঁচটুকু নেই, ‘পরম্পরা’ অনুযায়ী এই জুম্মাবারেও দানধ্যান চলছে শুভেন্দু ‘কুঞ্জে’
আজ শনিবার ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়াও বাকি একাধিক জেলায় বৃষ্টির সিলসিলা বজায় থাকবে। কলকাতায় (Kolkata) আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।





Made in India