ছোটো বেলায় থেকেই বিভিন্ন গল্প, কথা-কাহিনী থেকেই ‘পাতাল’ শব্দটির সাথে আমরা পরিচিত। এই সম্পর্কিত গল্পের কোনো শেষ নেই।কেও বলেন যে এটি পৃথিবীর নিচে অবস্থিত , কেও আবার বলেন যে এতে আছে শুধু আগুন , কেও কেও আবার পাতাল (Patal Lok)টিকে পাপ পুণ্যের সাথে জুড়ে থাকেন।
যদিও পাতাল যে আসলে কেমন এটা আমরা কেও জানি না । কিন্তু একটা ধারণা আছে সবার মধ্যে যে এটা সম্ভবত পৃথিবীর নিচে অবস্থিত এবং এতে রয়েছে এক অন্তহীন অন্ধকার। সোস্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এমনি এক ভিডিও জাতে দেখা যাচ্ছে এক গুহা।

এই গুহার যেনো কোনো শেষ নেই।একটা পাতলা রাস্তা (Tunnel) চলে গেছে যেটি জল এ ভর্তি। মনে হচ্ছে যেন এইটিই পাতালের প্রবেশের পথ। প্রথম থেকেই এটি অন্ধকারে পরিপূর্ণ। যত ভেতরে যাওয়া হচ্ছে ততই রাস্তা আরও পাতলা ও অন্ধকারময় হতে থাকছে। গুহাটির ভেতরের দেওয়ালের রং ও আসতে আসতে বদলে যাচ্ছে ।
View this post on Instagram
শুধু জলের কল কল শব্দ শোনা যাচে। ভেতরে প্রবেশ করতে থাকলে জল যেন কাঁপছে । এর যেন কোনো সীমা নেই ; কোন প্রান্ত নেই। রামায়ণে বলা হয় পবন পুত্র হনুমান পাতাললোকে পৌঁছে ছিলেন। নিজের ইস্ট দেব রামকে রক্ষা করার জন্য তিনি সুড়ঙ্গ (Tunnel) দিয়ে অহিরাবনের রাজত্ব পাতাল লোকে পৌঁছে ছিলেন।
 
			 
 
    




 Made in India
 Made in India