বাংলা হান্ট ডেস্ক : কলকাতার স্টোনম্যান ওরফে কালনার চেনম্যান। ত্রাস করে বেরিয়েছে গত ৪মাস ধরে কালনা ও কলকাতার আশেপাশের এলাকা জুড়ে। প্রতি হামলায় টার্গেট মহিলা ও নাবালিকারা।পিয়ন ও মিটার দেখার ছন্দপরিচয়ে একের পর এক হামলা করে চলেছে।

জানা গেছে গত ৪ মাসে ১১টি হামলা ঘটিয়েছে।৫জন মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং ৬ জন আশংকাজনক অবস্থায় হসপিটালে।তারা চেন ও স্টোনের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছে।

গত রবিবার কালনার কাঁকুড়িয়া এলাকা থেকে চেনসহ পুলিশ গ্ৰেফতার করে এক যুবকেকে।সে তার নাম জানিয়েছে কামরুজ্জামান সরকার।এই পূর্বস্থলির সমুদ্রগড়ের বাসিন্দাটি কেন এমন করল! পাওয়া যাচ্ছেনা কোন সদুত্তর। পুলিশ জেরা চালু রেখেছে। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ভাবে কামরুজ্জামান এমন কাজ করে থাকতে পারে।
আতঙ্ক ‘চেনম্যান’ আজ পুলিশি হেফাজতে
সম্পর্কিত খবর





Made in India