১২ জুলাই অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছিল এটি। তাঁদের বিবাহ অনুষ্ঠান ভোলার মতো নয়। এটি ছিল ভারতের দীর্ঘতম বিবাহ অনুষ্ঠান। প্রাক-বিবাহ উৎসব ২০২৪ সালের মার্চ মাসে শুরু হয় এবং তারপরে আবার জুন মাসে এবং জুলাই মাসে বিয়ের দিন পর্যন্ত কয়েক দিনের জন্য অনুষ্ঠিত হয়। তাঁদের জমকালো বিয়ের পর, অনন্ত (Anant Ambani) এবং রাধিকাকে প্যারিস অলিম্পিক ২০২৪-এ মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির সঙ্গে প্যারিসে অলিম্পিক্স দেখতে গিয়েছিলেন।
প্রাথমিকভাবে, অনেকে ভেবেছিলেন অনন্ত এবং রাধিকা প্যারিসে তাঁদের মধুচন্দ্রিমা কাটাচ্ছেন প্যারিসে৷ তবে সেটি সত্যি নয়। এই দম্পতি কোস্টারিকাকে নিজেদের গন্তব্য হিসাবে বেছে নিয়েছেন। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনন্ত আম্বানি এবং রাধিকা বণিক ১ আগস্ট থেকে কোস্টারিকাতে আছেন। তাঁরা সেখানে নিজেদের বেশির ভাগ সময় কাটানোর জন্য বিপুল পরিমাণ অর্থ প্রদান করছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নবদম্পতি গুয়ানাকাস্টে কাসা লাস ওলাস রিসোর্টে রয়েছেন।

১২ জুলাই অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল
মনোরম এবং বিলাসবহুল এই রিসোর্টে প্রতি রাত থাকার খরচ ২৫ লাখ টাকা। এটি একটি ব্যক্তিগত ১.৫-একর এস্টেট। এখানে ১৮০০০ বর্গ ফুটের বেশি জায়গা রয়েছে। এটি একটি বড় পরিবারের জন্য একটি উপযুক্ত বিলাসবহুল থাকার জায়গা। এটির তিনটি তলা জুড়ে ৬৯ বেডরুম রয়েছে। অত্যাশ্চর্য ১৮০-ডিগ্রী প্রশান্ত মহাসাগরীয় সূর্যাস্তের দৃশ্য দেখা যায় এটি থেকে।
জানা গিয়েছে যে আম্বানি তাঁদের বিয়ের উৎসবের জন্য ৫০০০ কোটি টাকারও বেশি খরচ করেছেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অতিথি তালিকাও ছিল বেশ লম্বা। ভারত থেকে, অনেক শীর্ষ সেলিব্রিটি এবং ক্রিকেটাররা এসেছিলেন। তালিকায় অমিতাভ বচ্চন , রজনীকান্ত, শাহরুখ খান , ঐশ্বর্য রাই বচ্চন , রেখা, সালমান খান, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন , রণবীর কাপুর, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া এবং আরও অনেকে অন্তর্ভুক্ত ছিলেন। জন সিনা, কিম কার্দাশিয়ান এবং খলো কারদাশিয়ানের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Made in India