বাংলাHunt : রাজ্যের যে কয়টি পৌরসভা রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসভা ভাটপাড়া পৌরসভা, কারণ এখানে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পরেই, ভাটপাড়া পৌরসভা তৃনমুলের হাত থেকে বিজেপির হাতে চলে যায়। এরপর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। সাম্প্রতিক লোকসভা নির্বাচন থাকায় পুরপ্রধান নির্বাচন হয়নি। ২৩শে মে ভোটের রেজাল্ট ঘোষণা হতেই ভাটপাড়া বিধায়ক হলেন পবন সিং অর্জুন সিং এর ছেলে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হলেন অর্জুন সিং।

এর পরে ভাটপাড়ার একাধিক প্রতিনিধি
বিজেপিতে যোগদান করে। ফলে ২৩ জন তৃণমূল থেকে বিজেপিতে চলে যায় এবং বিজেপি শুধু সময়ের অপেক্ষা আজ ভাটপাড়া যে বোর্ড হবে সেই বোর্ডের বিজেপির দখল করে নেবে কিন্তু তৃণমূল এখানে কার্যত শক্তি ক্ষয় হয়েছে, কারণ তাদেরই কাউন্সিলররা আজ বিজেপিতে নাম লিখিয়েছেন। বিজেপির পক্ষ থেকে পৌর প্রধান কে হবে তা এখনো জানা যায়নি কিন্তু অর্জুন সিং দাপট বজায় রাখলো। ১১ টার সময় অধিবেশন শুরু হবে এবং অধিবেশনে কে জিতবে কে পুরপ্রধান হবে তা আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে।
শুধু সময়ের অপেক্ষা, ভাটপাড়া পৌরসভা দখলে রাখতে চলছে বিজেপি
 
			সম্পর্কিত খবর





 Made in India
 Made in India