ইদের দিনে কি মাথা হেলমেট ছাড়! কলকাতা দাপাদাপি করলেন কিছু যুবক

Published On:

বাংলাHunt : গতকাল কলকাতার রাত থেকে ফের বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছে একাধিক যুবক কারোর মাথায় একটু হেলমেট নেই কিন্তু কেন তারা অনেকে মুসলিম সম্প্রদায়ের অর্থাৎ ঈদের সময় যদি তাদের কোন দুর্ঘটনা হয় তাহলে বিপদের সম্মুখীন হতে পারে বলে মনে করা হয়ছে। গতকাল ঈদের বাজার করতে গিয়ে দুজন যুবক বাইক এক্সিডেন্ট এ প্রাণ হারিয়েছেন।

কলকাতা পুলিশ ইতিমধ্যে বারবার সতর্ক করার চেষ্টা করেছে যাতে সবাই হেলমেট ব্যবহার করে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে কিন্তু হেলমেট বিহীন অবস্থায় মাথায় মুসলিম সম্প্রদায়ের টুপি পড়ে কিছু যুবক দ্রুত গতিতে কলকাতার রাস্তা দাপালেন। গতকাল রাত থেকে ট্রাফিক আইন পাত্তাই দিলেন না। বেলগাছিয়া,রাজাবাজার,নতুন বাজার,পার্কস্টিটের মতো জেয়গায় বেশি লক্ষ করা যায়।