বাংলাহান্ট ডেস্ক : আগস্ট মাসে যারা নতুন স্কুটার কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর। প্রত্যেকটি স্কুটিতে ৩১ হাজার টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে দেশীয় বৈদ্যুতিক টু হুইলার ব্র্যান্ড ওকায়া ইভি (Okaya EV)। এছাড়াও বিভিন্ন ফাইন্যান্স স্কিমে ইস্টলমেন্টে এই স্কুটি (Scooty) কেনার সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন গ্রাহকরা।
ওকায়া ইভি (Okaya EV) কিনলেই লাভ
সূত্রের খবর, এই সংস্থা নিজেদের পুরনো স্টক ক্লিয়ার করার জন্য এই অফার নিয়ে এসেছে। তাই যতক্ষণ সংস্থার কাছে স্টক থাকবে ততক্ষণ মিলবে এই অফার। এছাড়াও জানা যাচ্ছে, সীমিত সংখ্যক কিছু গ্রাহক অল্প সময়ের জন্য মাত্র ১ টাকার বিনিময়ে বুক করতে পারবেন ওকায়া’র ই- স্কুটার। ৭৪ হাজার ৮৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ওকায়া ইভি-র (Okaya EV) বেস মডেলের ইলেকট্রিক স্কুটার Freedum।
আরোও পড়ুন : আম্বানি-আদানি-টাটার মধ্যে কে দেন সবথেকে বেশি ট্যাক্স? সামনে এল অবাক করা পরিসংখ্যান
সংস্থার টপ-এন্ড মডেল Motofaast-এর দাম পড়ছে ১.২৯ লাখ টাকা। স্কুটারের (Scooter) এই মূল্য এক্স শোরুম প্রাইস হিসাবে বলা হয়েছে। এছাড়াও যারা ইনস্টলমেন্টে স্কুটার কিনতে চান তাদের জন্য রয়েছে বিভিন্ন অফার। ৬.৯৯ শতাংশ সুদের দেওয়া হচ্ছে ১০০% পর্যন্ত ঋণ। প্রতিমাসে মাত্র ২,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ইএমআই।
আরোও পড়ুন : আসল নাকি নকল! আধার কার্ডের বৈধতা যাচাই করবেন কিভাবে? মাথায় রাখুন এই পদ্ধতিটি
ওকায়া ইভি-র (Okaya EV) কার্যনির্বাহী আধিকারিক অনশুল গুপ্তা এই ব্যাপারে জানিয়েছেন, “আমরা এই অফারগুলি আনতে অবিশ্বাস্যভাবে উচ্ছ্বসিত। এটি ভারতের প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক ই-স্কুটার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের বৃহত্তর অভিজানের অংশ।”

তিনি আরোও বলেন, “দাম কমিয়ে এবং সহজ বুকিং বিকল্পের অফার এনে, এবং আমরা গুণগত মান বা খরচের সাথে আপস না করে ক্রেতাদের একটি পরিবেশবান্ধব টু হুইলার বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি। আমরা বিশ্বাস করি যে, এই উদ্যোগের ফলে উল্লেখযোগ্যভাবে আমাদের ব্যবসা বাড়বে এবং ভারতীয় বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজারে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে ওকায়ার অবস্থান দৃঢ় হবে।”
 
			 





 Made in India
 Made in India