বাংলাHunt :যোগদান মেলা শুরু হয়েছে শেষ কবে জানি না এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি বলেছেন রাজ্যে বিভিন্ন মেলা হয়েছে কিন্তু যোগদান মেলা এখনো পর্যন্ত হয়নি। জেলায় জেলায় যেভাবে বিজেপি কর্মীরা যোগদান করছে, তাতে দলের ভাবমূর্তি আরও বাড়ছে এবং দল আরো শক্তিশালী হচ্ছে।
গতকালও রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগদান হয়েছে। নারায়নপুর, কেশিয়াড়ি,গোয়ালপুরের ৫ হাজার নেতাকর্মীর যোগদান করেন এবং দিলীপ ঘোষ উত্তর২৪পরগনাতে একাধিক নেতা নেত্রীকে যোগদান করান। ফলে বিজেপি প্রতিদিন তাদের যোগদান করার মতো নির্বাচনী ময়দানে রাজনৈতিক ভাবে বাজিমাত করতে চলেছে।
 বিজেপির এই যোগদানকে কোনরকম গুরুত্ব দিতে নারাজ তৃনমূল।
 বিজেপির এই যোগদানকে কোনরকম গুরুত্ব দিতে নারাজ তৃনমূল।
 





 Made in India
 Made in India