বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহন্তে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে (Weather Office) খবর, ফের নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এরফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শুক্রবার ও শনিবার আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ অংশত মেঘলা থাকতে পারে। ভারী বৃষ্টি হবে না।
শুক্রবার কলকাতায় (Kolkata) হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে।

আরও পড়ুন: বিরাট সুখবর! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি, পুজোর আগেই দূর হল চিন্তা
উত্তরের আবহাওয়া (North Bengal Weather)
আবহাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অধিক বর্ষণের সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায়। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও সেভাবে নেই। আবহাওয়ার বদল হতে পারে রবিবার থেকে। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না।





Made in India