বাংলাহান্ট ডেস্ক : যৌন নিগ্রহের ঘটনায় পরিচালক অরিন্দম শীলকে (Arindam Sil) সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে টলিপাড়ারই এক উঠতি তরুণী অভিনেত্রী যোন হেনস্থার অভিযোগ এনেছিলেন। মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার পরিচালককে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। মহিলা কমিশনের তরফে অভিযোগ আসার পরেই আলোচনায় বসে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাসপেন্ড করা হল অরিন্দম শীলকে (Arindam Sil)
গিল্ডের তরফে সভাপতি সুব্রত সেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘সুরক্ষা বন্ধু’ কমিটি ঘোষণার পরেই সংগঠনের তরফে জানানো হয়েছিল, পরিচালকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ অভিযোগ পাওয়া গেলে পদক্ষেপ গ্রহণ করা হবে। তেমনটাই করা হয়েছে। অরিন্দম শীলের (Arindam Sil) নাম না নিয়ে তিনি বলেন, সকলের সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন : Television: নায়িকা হওয়ার শখ? টেলিভিশনে আসতে হলে থাকতেই হবে এই ৪ গুণ, টিপস লীনা গঙ্গোপাধ্যায়ের
কী জানানো হল গিল্ডের তরফে
গিল্ড সভাপতি জানান, পরিচালকের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য এই বিশেষ নির্দেশ কার্যকর করা হয়েছে। যেদিন তিনি নির্দোষ হিসেবে শংসাপত্র পাবেন, সেদিন থেকে আবার কাজ শুরু করতে পারবেন। তবে সুব্রত সেন এও বলেন, এরপরেও যদি পরিচালক স্বাধীন ভাবে কাজ করতে চান বা তাঁর সঙ্গে কোনো প্রযোজক কাজ করেন তবে সেক্ষেত্রে গিল্ডের কোনো বক্তব্য থাকবে না।
আরো পড়ুন : Rahul-Prity: সন্তান জন্মের মাস ঘোরার আগেই সারপ্রাইজ, সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করলেন রাহুল-প্রীতি
মুখ খুললেন পরিচালক
কিছুদিন আগে এক অভিনেত্রী অভিযোগ করেছিলেন, চিত্রনাট্য পড়ার অছিলায় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন অরিন্দম শীল (Arindam Sil)। এ বিষয়ে এবার মুখ খুলেছেন পরিচালক স্বয়ং। তাঁর দাবি, সেখানে ক্যামেরাম্যান থেকে শুরু করে সেটের সকলে উপস্থিত ছিলেন। এমনকি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, শুক্রবার মহিলা কমিশনে গিয়েছিলেন তিনি। তাঁর অনিচ্ছাকৃত কোনো আচরণের জন্য অভিনেত্রী অপমানিত হয়ে থাকলে তিনি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী, এমনটাও জানিয়েছেন। অরিন্দম শীলের (Arindam Sil) দাবি, তাঁকে চিঠি থেকে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি বাদ দিতে বলা হয়। তার সাক্ষী রয়েছে। ডিরেক্টরস গিল্ড তাঁর সঙ্গে কথা দাবি, সেখানে ক্যামেরাম্যান থেকে শুরু করে সেটের সকলে উপস্থিত ছিলেন। এমনকি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, শুক্রবার মহিলা কমিশনে গিয়েছিলেন তিনি। তাঁর অনিচ্ছাকৃত কোনো আচরণের জন্য অভিনেত্রী অপমানিত হয়ে থাকলে তিনি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী, এমনটাও জানিয়েছেন। অরিন্দম শীলের দাবি, তাঁকে চিঠি থেকে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি বাদ দিতে বলা হয়। তার সাক্ষী রয়েছে। ডিরেক্টরস গিল্ড তাঁর সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন পরিচালক।

উল্লেখ্য, পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অতীতেও উঠেছে অশালীন আচরণের অভিযোগ। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র অভিযোগ করেছিলেন, চিত্রনাট্য পড়ার নাম না করে অফিসে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে অভব্যতা করেন পরিচালক। তবে সে সময়ে তাঁর স্ত্রী এসে পড়াতে তিনি আর কিছু করার সাহস পাননি বলেও মন্তব্য করেছিলেন রূপাঞ্জনা।





Made in India