বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে আর জি কর (RG Kar) মামলার শুনানি। আর সেই দিনই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সাংবাদিক বৈঠক করে নীরবতা ভাঙলেন মমতা। সম্প্রতি আর জি করে নির্যাতিতার পরিবার দাবি করেন, মেয়ে মৃত্যুর পর তাদের টাকা অফার করেছিল পুলিশ। এদিন বিস্ফোরক এই দাবি উড়িয়ে পাল্টা মমতার দাবি, ‘আর জি কর নিয়ে কুৎসা করা হচ্ছে। নির্যাতিতার পরিবারকে কোনো টাকার কথা বলা হয়নি। প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছি।’
মুখ্যমন্ত্রী বললেন, “শুনলাম অনেকে বলছেন আমি নাকি টাকার কথা বলেছি। আগে আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার চলছে। চক্রান্ত করা হচ্ছে।” এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই চিকিৎসক সংগঠনে ক্ষতিপূরণের দাবি তুলেছিল।
তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি বাবা-মাকে যা বলেছিলাম মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা মতো আমরাও খুবই মর্মাহত। কিন্তু যদি কোনও দিন মনে করেন, আপনার মেয়ের স্মৃতিতে কোনও ভাল কাজ করবেন, আমাদের বলবেন।” মেয়ের স্মৃতিতে ভালো কাজ করতে হলে বলবেন। এটাই বলেছিলাম নির্যাতিতার পরিবারকে। একথাই বললেন মমতা।
আরও পড়ুন: ‘এক মাস তো হয়ে গেল’,‘পুজোতে ফিরে আসুন’, আরজি কর কাণ্ডের মাঝেই ‘আহ্বান’ মমতার

মমতার কথায়, অন্য রাজ্যে কিছু হলে কোনো কিছু নেই। নীরবে সব সহ্য করছি। বহুদিন হয়ে গেছে। এক মাস এক দিন হয়ে গেল। এবার পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কথা বলতে চাইলে জানানো হোক। আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ মমতা বলেন, ‘ভাগ্যিস পুলিশ এই কটা দিন সামলেছে। শান্তিপূর্ণ থেকেছে। নিজেরা মার খেয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু কারও রক্ত নেয়নি। কিন্তু একটা কথা মনে রাখবেন, পুলিশেরও সংসার আছে, তাদেরও পরিবার আছে।”





Made in India