বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) তৈরি হতে চলেছে সবথেকে বড় শপিং মল। প্রসাধনী থেকে শুরু করে, ব্র্যান্ডেড জামাকাপড়, জুতো, গ্রসারি আইটেম, ফুডকোর্ট, ক্যাফেটেরিয়া সবই থাকবে এক ছাদের তলায়। এমনই শপিংমল গড়ে তুলতে চলেছে লুলু গ্রুপ। সংযুক্ত আরব আমিরশাহীর লুলু গ্রুপ ভারতের সবথেকে বড় শপিং মল তৈরি করতে চলেছে বলে সূত্রের খবর। আর এই শপিং মলের কারণে ভারতের (India) ৩ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ মিলবে।
ভারতের (India) সবথেকে বড় শপিং মল:
সূত্র মারফত জানা যায়, লুলু গ্রুপের সিএমডি এমএ ইউসুফ আলি ভারতে (India) সবথেকে বড় শপিং মল গড়ে তোলার জন্য বিশেষভাবে আগ্রহী হয়ে আছেন। এমনকি এই শপিং মল তৈরি করার নেপথ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উভয়ই বিশেষ সহায়তা করেছেন বলে জানিয়েছেন।

ভারতের (India) সবথেকে বড় শপিং মল গড়ে উঠতে চলেছে গুজরাটের আমেদাবাদে। শপিং মল তৈরির জন্য গুজরাতের আমেদাবাদে জমিও কিনে নিয়েছে লুলু ইন্টারন্যাশনাল। বিশিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, এই মল নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ করতে চলেছেন ইউসুফ আলি। এমনকি এই শপিংমল গড়ে তোলা হবে, ৩ লক্ষ ৫০ হাজার বর্গফুট জমির উপরে এমনটাই সূত্রের খবর। কিন্তু কবে তৈরি হবে নির্মাণ কাজ? জানা গিয়েছে, এই বছরই শপিংমল নির্মাণের কাজ শুরু হবে।
আরও পড়ুন: তৈরি হবে ইতিহাস! এবার একই দলের হয়ে মাঠে নামবেন কোহলি-আজম? সামনে এল বড় তথ্য
৩ হাজার জনকে চাকরি দেবে এই শপিং মল: সূত্র অনুযায়ী, লুলু গ্রুপে এই মূহুর্তে কাজ করেন সর্বমোট ৬৫ হাজার কর্মী। এমনকি এই সংস্থার ব্যবসা ছড়িয়ে রয়েছে ৪২টি দেশে। লুলু ইন্টারন্যাশনাল গ্রুপের সিএমডি ইউসুফ আলি জানিয়েছেন, ভারতের বুকে এই শপিং মল গড়ে উঠলে এবার ৩ হাজার জন চাকরি পাবেন। আর তিনি এই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরে ভীষণ খুশি, এমনটাও জানিয়েছেন।
আরও পড়ুন: PNB কেলেঙ্কারি মামলায় ED-র কড়া অ্যাকশন! পলাতক নীরব মোদীর ২৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
তবে আপনাদের জানিয়ে রাখি, ভারতের (India) বুকে এই প্রথম লুলু গ্রুপ মল তৈরি করছে এমনটা কিন্তু নয়। বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, হায়দ্রাবাদ, কোচি, লক্ষ্ণৌ ও তিরুবন্তপুরমে এই গ্রুপের শপিং মল ইতিমধ্যেই রয়েছে। তবে এত বড় শপিং মল এই প্রথম তিনি আমেদাবাদে গড়ে তুলতে চলেছেন। যদিও এর আগে এই বিষয় বিভিন্ন তথ্য উঠে এসেছিল। আর এবার সেই তথ্যই সত্য হতে চলেছে।





Made in India