কমল দত্ত,নদিয়াঃ ফের শাসকদলের হাতে আক্রান্ত বিজেপির নেত্রী পুর্নিমা দত্ত।দুস্কৃতীদের হামলায় তিনি গুরুতর আহত হন।তাকে রানাঘাট রেল পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে।সুত্রের খবর গতকাল রাত প্রায় ১১ টা নাগাদ শান্তিপুর থেকে তার দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন কালীনারায়নপুরে।
বিজেপির নদিয়া দক্ষিনের নেত্রী তথা এবারে লোকসভা ভোটে দলীয় পর্জবেক্ষক হিসেবে কাজ করেছেন তিনি।ট্রেনের ভিতর থেকে অজ্ঞান অবস্থায় তাকে রেল পুলিশ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় এরপর তার অবস্থায় অবনতি দেখে তাকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে তাকে দেখতে ছুটে আসেন জেলার বিজেপির নেতৃত্ব।
 বিজেপির অভিযোগ তৃনমুল আশ্রিত দুস্কৃতিরা পুর্নিমা দেবীর উপর লাঠি নিয়ে চড়াও হয় বেধরক মারধর করা হয় তাকে। কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ।
 বিজেপির অভিযোগ তৃনমুল আশ্রিত দুস্কৃতিরা পুর্নিমা দেবীর উপর লাঠি নিয়ে চড়াও হয় বেধরক মারধর করা হয় তাকে। কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ।
 
			 





 Made in India
 Made in India