বাংলা হান্ট ডেস্ক: অবশেষে ১৯ জুন তুরস্কের বোদরুম শহরের ব্যবসায়ী নিখিল জৈনের সাথে বিবাহ-বন্ধনে বাঁধা পড়লেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। বিয়ের পর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নব-দম্পতির প্রথম ছবি।
সাংসদ তথা অভিনেত্রীর পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চূড়া ও কালিরাস, মাথায় টিকলি ও গলায় ভারি গয়না। নুসরতকে যেন লাগছিল কোনো রাজকন্যার মতন। তার সাথে নিখিল জৈনকে দেখা গেল সাদা শেরওয়ানিতে। তাঁর মাথায় ছিল সাদা পাগড়ি। গলায় সবুজ হার। নিখিলকেও রাজপুত্রে মতো দেখাচ্ছিল বললেও ভুল হয় না।

টলিউডে ডেস্টিনেশন ওয়েডিং খুব একটা বেশী দেখা যায়না।তবে বলিউডে এর রমরমা ভালোই আছে। গত বছর থেকে বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর সহ বেশকিছু ডেস্টিনেশন ওয়েডিং দেখেছে বলিউড। তেমনই নুসরত-নিখিলের বিয়েটাও হল সেই বলিউডি কায়দায় ডেস্টিনেশন ওয়েডিং টারকি তে সাত পাকে বাঁধা পড়লেন এই যুগল।





Made in India