বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কিত মন্তব্যের জেরে সর্বদাই সংবাদ শিরোনামে থাকেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবারেও তার অন্যথা হল না। হুঁশিয়ারির পাল্টা অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হুমায়ুন। আগেই ‘কেটে নদীতে ভাসিয়ে দেব’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিধায়ক। তার পাল্টা দিয়েছিলেন মিঠুনও। এবার সংবাদমাধ্যমের সামনে মিঠুনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হুমায়ুন।
ওপেন চ্যালেঞ্জ হুমায়ুনের…
এদিন সংবাদমাধ্যমের সামনে মিঠুনকে উদ্দেশ্য করে হুমায়ুন বলেন, “আরও একবার মিঠুন বাবুকে জন্মাতে হবে। উনি আমাকে পুঁতে দেবেন, এমন ক্ষমতা বা শক্তি উনি এখনও অর্জন করতে পারেননি। এই হুমায়ুন কবীর ওর চমকানি ধমকানিকে ভয় পায় না।” প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনের আগে ‘কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন। যা নিয়ে জোরদার বিতর্ক হয়েছিল।
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেখানেই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়েই হুমায়ুনকে হুঁশিয়ারি দিতে শোনা যায়। ‘মহাগুরু’ বলেন, ‘ভেবেছিলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন, কিন্তু দেখলাম কিছুই বলা হয়নি। ” এরপরই মিঠুন বলেন, ‘তোমাকে কেটে ভাগীরথীতে ভাসাব না, কারণ ভাগীরথী আমাদের মা। তোমার জমিতেই তোমাকে পুঁতে দেব।” যদিও কারও নাম নেননি মিঠুন।

এদিন এরই পাল্টা হুঁশিয়ারি শোনা গেল হুমায়ুনের মুখে। মিঠুন চক্রবর্তীকে ওপেন চ্যালেঞ্জ করে বিধায়কের সাফ দাবি, অভিনেতা তার কিসুই করতে পারবে না। আরও একবার মিঠুন বাবুকে জন্মাতে হবে তার জন্যে। পাশাপাশি মিঠুনের ধমকানিতে ভয় পান না বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, তৃণমূলের এই বিধায়ক হুমায়ুন ‘বিতর্কিত’ বিধায়ক বলেই পরিচিত। অতীতে বহুবার তার বিতর্কিত মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়েছে শাসক দলও।





Made in India