বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে যৌন নির্যাতন এর অভিযোগে প্রতিনিয়ত সরব হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। ঠিক তখনই একই অভিযোগে কাঠগড়ায় এক কংগ্রেস (Congress) নেতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দৌলাতে ভাইরাল হয়েছে ওই গুণধর কংগ্রেস নেতার কীর্তি। যা দেখার পর থেকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে রাজনৈতিক মহলে।
প্রকাশ্যে যুবতীকে গোপনাঙ্গ দেখাচ্ছেন কংগ্রেস (Congress) নেতা
অভিযুক্ত ওই কংগ্রেস (Congress) নেতা হলেন উত্তর প্রদেশের বাগপতের জেলা কংগ্রেস (Congress) সভাপতি ইউনুস চৌধুরী। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রভাবশালী সংখ্যালঘু নেতা তিনি। এবার সেই ক্ষমতার আস্ফালন দেখিয়েই প্রকাশ্যে এক যুবতীর শ্লীলতাহানি করলেন ইউনুস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি প্রকাশ্যে এক যুবতীকে তার বাড়ির মধ্যে ঢুকেই নিজের গোপনাঙ্গ দেখাচ্ছেন।
অথচ মুখোশধারী এই নেতাই ২০২২ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন। কাকতালীয়ভাবে সেবার প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে উত্তরপ্রদেশের ভোটের ময়দানে জাতীয় কংগ্রেসের স্লোগান ছিল, ‘লড়কি হু-লড় সকতি হু’। আর শতাব্দীপ্রাচীন সেই দলের নেতা ইউনুস চৌধুরী একজন মহিলার সম্মানহানি করে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে খোলা ময়দানে।
আরও পড়ুন : ভোটের মুখে ঝাড়খণ্ডের মন্ত্রীকে অশ্লীল ভিডিও কল! কি বললেন মিথিলেশ কুমার ঠাকুর?
কীর্তিমান কংগ্রেস নেতার কান্ডে নিন্দার ঝড় উঠছে রাজনৈতিকমহলে তথা গোটা দেশে। অথচ এখনও পর্যন্ত ইউনুসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি দল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যুবতীর বাড়িতে ঢুকেই তাঁকে কুপ্রস্তাব দিচ্ছেন সরাসরি সঙ্গমের জন্য জোরাজুরি করছেন। যুবতী বাধা দিলেও ইউনুস ক্রমাগত নিজের গোপনাঙ্গ দেখাতে থাকেন।
https://twitter.com/SachinGuptaUP/status/1852641282591473678
এমনকি ওই কংগ্রেস নেতা একসময় ওই যুবতীকে জোর করে জাপটে ধরে। এইভাবে প্রকাশ্যে রীতিমতো তাঁর শ্লীলতাহানি করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে যুবতী শুরু থেকেই পুরো বিষয়টিতে আপত্তি জানিয়েছেন। তিনি একাধিকবার বলেছেন, ‘এসব ঠিক হচ্ছে না। আপনি বেরিয়ে যান।’ কিন্তু ইউনুস জোর করেই ওই যুবতীর ওপর চড়াও হয়।





Made in India