কমল দত্ত,নদিয়াঃ লোকসভা ভোটের পর একের পর এক জেলায় জেলার বিভিন্ন দল থেকে গেরুয়া শিবিরে যোগদান করার হিরিক লেগেই আছে।বাদ জাই নি নদিয়া জেলাও।
এদিন নদীয়ার কৃষননগর উত্তরের বিজেপি জেলা সভাপতি মহাদেব সরকার এবং সম্পাদক অরূপ দাসের হাত ধরে একজন প্রফেসর সহ ৩০০ র বেশি প্রাথমিক শিক্ষক বিজেপিতে যোগ দিলেন।খুব স্বাভাবিক ভাবে এই কেন্দ্রে বিজেপির হারকে মেনে নিতে পারছেন না বিজেপি নেতৃত্ব। এবার তাই পাখীর চোখ করে এগিয়ে চাইছে গেরুয়া শিবির।
এরফলে বিজেপির শক্তি আরও বাড়লো বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।





Made in India