বাংলা হান্ট ডেস্কঃ আরজিকর কান্ডের কোনো প্রভাবই পড়ল না রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের (By-Election) ফলাফলের ওপর। একেবারে ৬-০ করে ছয়টি কেন্দ্রের মধ্যে ছটিই দখলে আসল তৃণমূলের। এই ছয় কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে ছিল একমাত্র মাদারিহাট। এবার এই চা-বলয়েও ফুটল ঘাসফুল।
উপনির্বাচনে (By-Election) ৬টি আসনেই তৃণমূলের জয়
উপনির্বাচনে তৃণমূলের ধাক্কায় কার্যত পর্যদুস্ত হলো বিজেপি। প্রসঙ্গত উপনির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবী করেছিলেন ফলাফল ৬-০ হবে। বিরোধীরা যেন সেটা মিলিয়ে নেয়। এবার হুবহু মিলেই গেল কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণী।
আরও পড়ুন: ‘অভিষেক রাহুলের থেকে অনেক ভাল নেতা আর…’! দিলীপের কথায় তোলপাড় বাংলা

একেবারে ৬-০ করে রাজ্যে আরো একবার উঠল সবুজ ঝড়। ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৫ জেলার ছয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম নৈহাটি,হাড়োয়া, সিতাই,মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট। আগেই এর মধ্যে পাঁচটি কেন্দ্র তৃণমূলের দখলে ছিল, কিন্তু একটি ছিল বিজেপির দখলে। এবার সেটাও হাতছাড়া হলো পদ্ম শিবিরের।





Made in India