বাংলা হান্ট ডেস্ক:সোনার পাহাড় – ছবিটির পর আরও একবার পরিচালনায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে সিনেমা বানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইতালির মিলানের বাসিন্দা এক বাঙালি দম্পতি। তাদেরই শিশু ‘বনি’ এই গল্পের মূল চরিত্র। বনি-এর শুটিংয় এর জন্য ই আপাতত ইতালিতে পরমব্রত এবং কোয়েল।দুজনেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ছবি।
পরমব্রত র প্রোফাইলে ছবিতে দেখা যাচ্ছে ইতালিতে ওডিইউ মুভিজ প্রোডাকশন হাউস-এর অফিসে মিটিংয়ে ব্যস্ত পরমব্রত ও তাঁর সহযোগীরা।এই ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। বিদেশে শুটিংয়ের ব্যস্ততার মাঝে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন কোয়েল মল্লিকও। পরিচালক পরমব্রতর সঙ্গেও একটি ছবি পোস্ট করেন তিনি।
গত মাসেই বনি-এর প্রথম পোস্টার নিজের টুইটারে প্রকাশ করেন কোয়েল মল্লিক। তিনি লেখেন, ”রহস্যের আবরণে মোড়া এক বিস্ময়-শিশু, গন্তব্য অনিশ্চিত ভবিষ্যৎ। আসছে #Bony।”
 
			 





 Made in India
 Made in India