স্বাধীনতা দিবসে ফের জন ধামাকা।

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বেশ কয়েকদিন ছুটি কাটানোর পর ফের বলি জগতে কাম ব্যাক জন আব্রাহামের। পরিচালক নিখিল আডবাণী র পরবর্তী ছবি ” বাটলা হাউস” এর ট্রেলার প্রকাশ পেয়েছে।

এটি একটি অ্যাকশন থ্রিলার যা সত্য ঘটনার ওপর অধারিত। ছবিতে মুম্বাই এর আন্ডার ওয়ার্ল্ড এবং পুলিশের মধ্যেকার বোঝাপড়া দেখা যাবে।জন বিগত কয়েক বছর ধরে এই প্রকার থ্রিলারে ই মজেছে। প্রসঙ্গত উল্লেখ্য এই স্বাধীনতা দিবসে প্রকাশ পাচ্ছে বাটলা হাউস।