বাংলাহান্ট ডেস্ক : বলিউডড ফিল্ম ইন্ডাস্ট্রি বহু সুপারস্টারের জন্ম দিয়েছে। সেই সত্তরের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত একাধিক তারকা (Actor) রাজত্ব করেছেন ইন্ডাস্ট্রিতে। তবে তাঁদের মধ্যে কয়েকজন আজো রয়ে গিয়েছেন চর্চায়। সিনে দুনিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে তাঁদের নাম। এঁদের মধ্যে অমিতাভ বচ্চন আজও স্বমহিমায় দাপট দেখাচ্ছেন বলিউডে। তবে একসময় একজন অভিনেতা (Actor) ইন্ডাস্ট্রিতে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছিলেন তাঁকে।
অমিতাভকে সবথেকে বড় প্রতিযোগিতায় ফেলেছিলেন অভিনেতা (Actor)
ষাটের দশকের শেষের দিকে রাজেশ খান্নার স্টারডম ফুরিয়ে যাওয়ার পর সুপারস্টার তকমার জন্য যে দুজন অভিনেতার (Actor) মধ্যে সবথেকে বেশি টক্কর হয়েছিল, তাঁদের মধ্যে একজন ছিলেন অমিতাভ। শেষমেষ তিনিই বিজয়ীর হাসি হাসলেও অনেকেই এগিয়ে রাখেন তাঁর প্রতিদ্বন্দ্বীকেই। তিনি হিন্দি সিনেমার অন্যতম সুপুরুষ অভিনেতা (Actor) বিনোদ খান্না।

খুব কম বয়সে আসেন অভিনয়ে: ১৯৬৮ সালে অভিনয় কেরিয়ার শুরু করেন বিনোদ খান্না। তখন তাঁর বয়স মোটে ২২ বছর। ১৯৭১ এ ‘মেরা গাঁও দেশ’ তাঁকে প্রথম বার দর্শকদের নজরে এনে দেয়। তারপরের কয়েক বছরে পরপর ৩৩ টি ছবিতে অভিনয় করেন তিনি। প্রতিটিই সুপারহিট। অমিতাভ, জিতেন্দ্রকে জনপ্রিয়তায় রীতিমতো টেক্কা দিতে থাকেন তিনি।
আরো পড়ুন : ভারতীয় চলচ্চিত্রের ‘সর্বসেরা শোম্যান’, কী কী মূল্যবান সম্পত্তি ছিল রাজ কাপুরের! তাক লাগাবে তালিকা
মাঝপথেই ছেড়ে দেন বলিউড: শোনা যায়, সে সময় ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন বিনোদ খান্না। সে এক দিনই শুট করুন আর এক মাস। সে সময়ের নিরিখে টাকার অঙ্কটা যে বিরাট তা আর বলতে লাগে না। তবে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎ করেই মন বদলে যায় অভিনেতার (Actor)। আচমকা বলিউড ছেড়েছুড়ে পুনেতে ওশো আশ্রমে চলে যান তিনি।
আরো পড়ুন : লাইমলাইট থেকে দূরে থাকেন, করেননি বিয়েও, ঠিক কী কাজ করেন সইফের বোন সাবা?
চার বছর আশ্রম জীবন কাটানোর পর ফের অভিনয়ে ফেরেন বিনোদ খান্না। কিন্তু সেই জনপ্রিয়তা আর ফিরে পাননি তিনি। তাঁর শেষ ছবি ছিল ২০১৫ র ‘দিলওয়ালে’। ব্লাডার ক্যানসারে আক্রান্ত হয়ে দু বছর পর ২০১৭ তে প্রয়াত হন বিনোদ খান্না।





Made in India