বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বহুদিন জেলবন্দি। অবশেষে জামিন। নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ ইডি মামলা থেকে জামিন পাবেন পার্থ, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। যদিও সিবিআই মামলাও রয়েছে। তাই এখনই জেলমুক্তি নয় পার্থর।
সুপ্রিম কোর্টের নির্দেশ, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে এ বিষয়ে ট্রায়াল কোর্টের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ আগেই করা সম্ভব হয় তাহলে ১ ফেব্রুয়ারির আগেই ইডি মামলায় জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
যদিও সিবিআই এর মামলা নিম্ন আদালতে বিচারাধীন। তাতে এখনও জামিন অধরা পার্থর। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর পার্থর জামিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এই আগের শুনানিতে পার্থর হয়ে আদালতে জোর সওয়াল করেন তার আইনজীবী মুকুল রোহতগি। এই মামলায় গ্রেফতার হওয়া প্রায় সকলেই জামিন পেলেন কেন এখনও তার মক্কেলকে আটকে রাখা হয়েছে সেই প্রশ্ন তুলেছিলেন তিনি।
পাশাপাশি যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, সেই অর্পিতা মুখোপাধ্যায়ও সম্প্রতি জামিন পেয়েছেন বলে আদালতে সওয়াল করেছিলেন পার্থর আইনজীবী। যদিও পালটা বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘বাকিরা জামিন পেতেই পারেন, কারণ তারা কেউ মন্ত্রী ছিলেন না।’ এক জন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কিভাবে জামিন দেওয়া যায় সেই প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। এরই মধ্যে শুক্রবার পার্থর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
জামিন পাওয়ার পর মামলা সংক্রান্ত কোনও তথ্য ও নথি নষ্ট করতে পারবেন না পার্থ, এই শর্তে এদিন তার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।
আরও পড়ুন: ‘ওই দুই স্থায়ী বিচারপতি..,’ এবার মুখ খুললেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কাদের নিশানা?

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। এদিকে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ২৮ মাস জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।





Made in India