বাংলা হান্ট ডেস্ক: পরিবারের সদস্যরা ছোট্ট শিশুকে বলি দেওয়ার আয়োজন করেছিল, প্রতিবেশীদের তৎপরতায় বলি হওয়া থেকে কোনও রকমে প্রাণ বাঁচলো তার। রবিবার গুয়াহাটি শহরতলির উদলগুড়ি অঞ্চল থেকে মিলেছে এই ভয়াবহ ঘটনার নজির।
পুলিশ জানিয়েছে, এক ভুয়ো ধর্মগুরুর পরামর্শ অনুযায়ী, ওই উচ্চশিক্ষিত পরিবারের সদস্যরা বাড়ির মন্দিরে উলঙ্গ হয়ে প্রার্থনা করে বলি দেওয়ার আয়োজন করেছিল শিশুটিকে। বিষয়টি খানিক বুঝতে পেরে প্রতিবেশীরা পুলিশ ও ফায়ার ব্রিগেডে ফোন করে খবর দেন।
খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু অভিযোগ, সেই কাজে বাধা দিতে ওই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় পুলিশ কর্মীদের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলিঐ চালায় পুলিশ। পরিবারের প্রধান যাদব শাহরিয়া ও তাঁর ছেলে পুলকেশ শাহরিয়া গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে। গুয়াহাটি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত্যু হয় পুলকেশের।





Made in India