বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকার (Central Government) দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য নিয়ে এসেছে নতুন প্রকল্প। এই প্রকল্পের (Scheme) অধীনে মাসে মাসে মিলবে ৩০০০ টাকা। E Shram Card হোল্ডাররা প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের তরফে পেয়ে যাবেন এই আর্থিক সাহায্য। কীভাবে করবেন E Shram Card ? কারা আবেদনের যোগ্য?
E Shram Card সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
ই শ্রম কার্ডের বৈশিষ্ট্য: মূলত অসংগঠিত শ্রমিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার চালু করে এই প্রকল্প। ই শ্রম কার্ড হোল্ডারের বয়স ৬০ বছর পূর্ণ হলে প্রতি মাসে পাবেন ৩০০০ টাকার পেনশন। দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের মৃত্যু হলে পরিবার ২ লক্ষ ও আংশিক অঙ্গহানির ক্ষেত্রে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রকল্পের আওতায়। এছাড়াও গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে আর্থিক সহায়তা।

ই-শ্রম কার্ডের যোগ্যতা:
✓ অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
✓ আয়কর প্রদানকারী বা EPFO ও ESIC হোল্ডাররা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
✓ ১৬ থেকে ৫৯ বছর বয়সীরা ই-শ্রম কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।
আরোও পড়ুন : অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ৭৫০০! সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! DA নিয়ে বিরাট আপডেট
প্রয়োজনীয় নথি : এই প্রকল্পে আবেদন জানাতে প্রায়োজন হবে আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও আধার লিঙ্কড মোবাইল নম্বর।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে হবে E Shram Card-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে ‘নতুন রেজিস্ট্রেশন’ বাটনে। তারপর আধার লিঙ্কড মোবাইল নম্বর ইনপুট করে প্রদান করতে হবে OTP। এরপর যথাযথভাবে আবেদন পত্র পূরণ করে সাবমিট করতে হবে।





Made in India