রাজীব মুখার্জী
১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে ফের আগুন বড়বাজারের নন্দরাম মার্কেটে। শনিবার দুপুরে ন’তলায় এক কাপড়ের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন।
দমকল জানিয়েছে, আগুনের অনেকটাই নিয়ন্ত্রণে। সম্পূর্ণ ভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে। এই কাজে দমকলের সঙ্গে হাত মিলিয়েছেন স্থানীয়রাও। তবে ঘটনার জেরে এলাকায় যান চলাচলে প্রভাব পড়েছে।

১০ বছর আগে বড়বাজারের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুল লেগেছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ৪ হাজার দোকান। আগুন নিয়ন্ত্রণে এনেছিল দমকলের ৪২টি ইঞ্জিন।





Made in India