বাংলাহান্ট ডেস্ক : সারা বাংলায় বেকারত্বের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। চাকরির অভাবে হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ে দিনরাত মনোকষ্টে ভুগছেন। এই পরিস্থিতিতে এবার বেকারদের মুখে হাসি ফোটাতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা। ইতিমধ্যেই কর্মী নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার তরফে।
রাজ্য বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগ (Recruitment)
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইটিসিএল)-এর (West Bengal State Electricity Transmission Company Limited) ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে যে, কলকাতা, মেদিনীপুর, দুর্গাপুরে হবে কর্মস্থল। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, একাধিক পদেই হবে কর্মী নিয়োগ। আর পদের পার্থক্যের সাথে সাথে বদলে যাবে বেতনের অঙ্ক।
আরোও পড়ুন : সঞ্জয়ের লড়াইয়ে শিবসেনার ‘এন্ট্রি’? ঘুরে যাবে আরজি কর মামলার মোড়? তোলপাড় বাংলা
কোন কোন পদের জন্য কর্মী নিয়োগ (Recruitment) করা হবে এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, পাঁচটি শূন্যপদে স্পেশাল অফিসার (সিকিউরিটি/ ল্যান্ড) এবং সার্ভেয়ার নেওয়া হবে। মাসের শেষে তাদের বেতন হিসেবে দেওয়া হবে ৪৮,০০০ টাকা।

স্পেশাল অফিসার পদের জন্য কিন্তু কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। স্নাতক উত্তীর্ণ হলে প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, সিকিউরিটি বিভাগে স্পেশাল অফিসার পদে আবেদনের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ হতে হবে। তাদের ক্ষেত্রে মাসে স্যালারি ৫০০০০ টাকা।
আরোও পড়ুন : ফাঁসির নির্দেশে স্থগিতাদেশ! ‘এই’ ধর্ষণ খুনের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট
এক্ষেত্রে অবশ্য সার্ভেয়ার হিসাবে নিয়োগ (Recruitment) করা হবে সরকারি দফতরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে। সেই ব্যক্তিকে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন প্ল্যান সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। মাসিক পারিশ্রমিক হবে ২৭ হাজার টাকা। ৬০ বছর থেকে ৬২ বছরের ব্যক্তিরাই কেবলমাত্র আবেদন জানাতে পারবেন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে হবে নিয়োগ।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ও শর্তাবলির দিকে নজর রাখতে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি আপনি পেয়ে যাবেন ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলেই। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ১৩ ফেব্রুয়ারি শেষ দিন।





Made in India