বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক সপ্তাহ ধরে একটু পিছিয়ে থাকার পর এ সপ্তাহে ফের দুর্দান্ত কামব্যাক করেছে ‘কথা’ (Serial)। প্রতিপক্ষ ‘জগদ্ধাত্রী’কে সমানে সমানে টক্কর দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার এই মেগা( Serial)। দুই প্রতিপক্ষই ৭.৪ পয়েন্ট তুলে স্লট দখল করে রেখেছে। এবার টিআরপি আরো বাড়াতে বড় ধামাকা করল কথা।
ধামাকাদার প্রোমো আনল কথা (Serial)
কথা-এভির অনস্ক্রিন রসায়ন দর্শকদের প্রথম থেকেই নজর কাড়তে সক্ষম হয়েছে। উপরন্তু সম্প্রতি চিত্রার মুখোশ খুলে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে এই সিরিয়াল। কৌতূহলের রেশ বজায় রেখেই এবার সামনে এল ধারাবাহিকের (Serial) নতুন প্রোমো। আর তা দেখেই চোখ কপালে দর্শকদের। এবার একে অপরকে টাইট দিতে কোমর বাঁধছে কথা এভি।

কী দেখাল প্রোমোতে: প্রোমো (Serial) থেকে জানা যায়, এভির উদ্দেশ্যে চিঠি লিখে রেখে চলে গিয়েছে কথা। সেখানে পাচক মশাইকে উদ্দেশ্য করে সে লিখেছে, মায়ের পছন্দ করা মেয়েকেই যেন সে বিয়ে করে এবার। আর এই চিঠি দেখেই রেগে আগুন এভি। গোবরদেবীকে টাইট দিতেই নতুন ফন্দি আঁটে সে। কথাকে মজা দেখাতে কায়দা করে তার কাছে খবর পৌঁছায় এভি, যে সে সত্যিই বিয়ে করছে। পাত্রীর নাম নাকি কনকচাঁপা।
আরো পড়ুন : ১৫ ফেব্রুয়ারির মধ্যেই…..এবার “খেল খতম” ইউনূস সরকারের! ফের বড়সড় পরিবর্তনের পথে বাংলাদেশ
উত্তর মিলবে সিরিয়ালে: চিঠি পেয়েই তো রেগে ফায়ার কথা। এভির বিয়ের আসরে বটি হাতে উপস্থিত হয় সে। এদিকে কনকচাঁপার ঘোমটা তুলতেই চমকে যায় কথা। আসলে কে এই কনকচাঁপা? কথাকে মজা দেখাতে কী প্ল্যান করেছে এভি? সবটা জানা যাবে সিরিয়ালের (Serial) আগামী পর্বে।
আরো পড়ুন : এই বছরেই হবে বাজিমাত? নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে সামিল ইলন মাস্ক
আসলে এভি আর কথার দুষ্টু মিষ্টি প্রেমের গল্প প্রথম থেকেই দর্শকদের মন কেড়েছে। সুস্মিতা এবং সাহেবের অনস্ক্রিন রসায়নও সিরিয়ালকে আকর্ষণীয় করে তুলেছে দর্শকদের কাছে। ধীরে ধীরে কাছাকাছি আসছে এভি আর কথা (Kotha)। কিন্তু পরস্পরকে ভালোবাসলেও সেকথা এখনো মুখ ফুটে স্বীকার করেনি তারা। তবে এই প্রোমোর পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা যেন আরো বাড়ে, এমনটাই চাইছেন দর্শক। তবেই বাড়বে টিআরপি।





Made in India