বাংলাহান্ট ডেস্ক : ছাত্র আন্দোলনের কাঁধে ভর করে হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশ (Bangladesh) পরিচালনার গুরুদায়িত্ব পান মহম্মদ ইউনূস (Mohammad Yunus)। এবার সেই ছাত্রদের একাংশের বিক্ষোভের মুখে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
উত্তাল পরিস্থিতি বাংলাদেশে (Bangladesh)
ঢাকায় ইউনূসের বাড়ি যমুনা ভবনের সামনে সোমবার মধ্যরাতে জড়ো হন বিক্ষোভকারী। শুরু হয় নিজেদের দাবি নিয়ে আন্দোলন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এবার কি তাহলে পরিবর্তনের ‘পরিবর্তন’ আসতে চলেছে বাংলাদেশে (Bangladesh)? ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় বিগত কয়েকদিন ধরে আন্দোলনের উত্তাপ বাড়ছে।
আরোও পড়ুন : পাল্টে যাবে কলকাতা বিমানবন্দরের ভোল! সরাসরি সংযুক্ত হবে ইউরোপের সাথেও, মেগা প্ল্যান কেন্দ্রের
ক্রমশ চাপের মুখে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। যে ছাত্র আন্দোলনের জেরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাভার দখল করে, সেই ছাত্রদের কাছেই এখন প্রশ্নের মুখে সরকারের প্রধানরা। গত শনিবার থেকে ধীরে ধীরে নিজেদের দাবি নিয়ে আন্দোলনে সামিল হতে দেখা যায় ছাত্রদের একাংশকে। সোমবার ঢাকার রাজপথে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন।

এমনকি সোমবার মধ্যরাতে বিক্ষোভকারীরা পৌঁছে যান ইউনূসের বাড়ির সামনেও। সেখানে চলে বিক্ষোভ। বাংলাদেশের (Bangladesh) জুলাই আন্দোলনের আন্দোলনকারীদের একাংশের দাবি, আন্দোলনে নিহতদের পরিবারকে পুনর্বাসন দিতে হবে। পাশাপাশি আহতদের সুস্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার নিশ্চয়তা দিতে হবে সরকারকে। এছাড়াও, জুলাই আন্দোলনের সাথে যুক্ত অনেকেই চাইছেন বীরের মর্যাদা।
আরোও পড়ুন : তৃণমূল ভার্সেস তৃণমূলে রক্তারক্তি কাণ্ড! দলের কর্মীর মা-ভাইকে কোপ বিধায়ক ঘনিষ্ঠের! তারপর যা হল…
এই ধরনের একাধিক ইস্যু নিয়ে ফের একবার উত্তপ্ত বাংলাদেশ। আন্দোলনকারীরা সোমবার সারাদিন পথ অবরোধ করেন মিরপুরে। এরপর রাতে তারা অগ্রসর হন ঢাকায় ইউনূসের বাসভবনের দিকে। পুলিশ ও সেনার সাথে চলে লড়াই। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। ঢাকার আগারগাঁও, মিরপুরে গত রবিবার আন্দোলনকারীরা পথ অবরোধে সামিল হন।

সেখান থেকে ওঠে ইউনূস বিরোধী স্লোগানও। জানা গেছে , বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ কথা বলতে চেয়েছিলেন আন্দোলনকারীদের সাথে। তবে নিট ফলাফল শূন্যই থেকেছে। এই পরিস্থিতিতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে যায়, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





Made in India