বাংলা হান্ট ডেস্ক : গায়ের উপর দিয়ে মালগাড়ি চলে গেলেও দিব্যি অক্ষত থেকে গেলেন এক বৃদ্ধ।বগলকোট রেল স্টেশনে ঘটেছে এই ঘটনা।
বৃদ্ধ ট্র্যাকের উপর থাকাকালীনই তাঁর দিকে ধেয়ে আসে একটি মালগাড়ি। কিন্তু কানে কিছু শুনতে না-পারায় তিনি বুঝতে পারেননি। প্ল্যাটফর্ম থেকে তাঁর দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করেন বৃদ্ধের বন্ধুরা। ট্রেনটি কৃষকের খুব কাছে চলে আসায় তাঁরা লাইনের মাঝখানে শুয়ে পড়ার ইঙ্গিত করতে থাকেন। বিপদ বুঝতে পেরে সেই পরামর্শ মেনে সটান ট্র্যাকের উপর শুয়ে পড়েন ওই বৃদ্ধ।
এরপর সঙ্গে সঙ্গে ট্রেন তাঁর উপর দিয়ে যেতে থাকে। ট্রেনটির নীচে থাকা অবস্থাতেও নড়াচড়া করতে দেখা গিয়েছে তাঁকে। ভয়ে শিঁটিয়ে চিত্কার করতে থাকেন উপস্থিত সবাই। বৃদ্ধকে স্থির হয়ে থাকতে বলেন তাঁরা।
প্রায় ২২ বগির ট্রেন তাঁর উপর দিয়ে চলে যাওয়ার পর অক্ষত অবস্থায় ট্র্যাক থেকে উঠে দাঁড়ান ওই বৃদ্ধ।





Made in India