বাংলা হান্ট ডেস্কঃ হাজারবার সচেতন করলেও প্লাস্টিক ব্যবহারের বদ অভ্যাস কেউ যেন সহজে ছাড়তেই পারছে না।যত্রতত্র প্লাস্টিক না ফেলে এবার ক্যাফেতে জমা করলেই বিনামূল্যে মিলবে খাওয়ার।
প্লাস্টিক দূষণ রোধ করতে ও পরিবেশ প্লাস্টিক মুক্ত করতে এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে ছত্রিশগড়ের অম্বিকাপুর মিউনিসিপাল কর্পোরেশন। নিয়ম অনুযায়ী ক্যাফেতে ১ কেজি প্লাস্টিক জমা করলেই মিলবে ফ্রী তে খাওয়ার। দুঃস্থ মানুষ যারা প্লাস্টিক সংগ্রহ করে বিক্রি করেন তাদের জন্যই বিশেষত এই উদ্যোগ।
পরবর্তীতে এই প্লাস্টিক রাস্তা বানানোর কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।





Made in India